ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আগরতলা

দাবি আদায়ে অনশনে বসছে আত্মসমর্পণকারী জঙ্গিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
দাবি আদায়ে অনশনে বসছে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা: প্রতিশ্রুতি দেওয়ার পর ১৪ বছর পার হয়ে গেলেও জঙ্গি জীবন থেকে ফিরে আসাদের পূরণ হয়নি এখনও বেশির ভাগ দাবি। তাই বাধ্য হয়ে দাবি আদায়ে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছে স্বাভাবিক জীবনে ফেরা ত্রিপুরা রাজ্যের একাংশ।

সে সময়ে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের জীবন-জীবিকাসহ বসবাসের জন্য ব্যবস্থা করা হবে।

পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় যে মামলা রয়েছে তা প্রত্যাহার করে নেবে সরকার।

কিন্তু দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও তাদের বেশিরভাগ দাবি পূরণ করেনি সরকার। এ জন্য তারা অনশনে বসবে বলে জানা গেছে। এরপরও যদি সরকার তাদের দাবি পূরণের বিষয়ে কিছু না ভাবে, তাহলে তারা আগরতলায় অনশন করবেন, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি ভারতের প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।