ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ভারতে জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে আগরতলায় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুন ৬, ২০১৮
ভারতে জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে আগরতলায় মিছিল বিক্ষোভ মিছিলে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের মূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

বুধবার (৬ জুন) দুপুরে আগরতলার পোস্ট অফিস সংলগ্ন চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নেতাকর্মী ছাড়াও অংশ নেন কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই'র সদস্যরা।

এদিকে একই দিনে আগরতলার বিভিন্ন দলের প্রায় ১০০ জন কর্মী কংগ্রেস দলে যোগ দিয়েছেন। এ সময় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।

বিক্ষোভ মিছিল শেষে বীরজিৎ সিনহা বলেন, ত্রিপুরাসহ ভারতে বিজেপির বিকল্প হচ্ছে কংগ্রেস।  ভারতের জনগণ বিজেপিকে প্রত্যাখান করে কংগ্রেস দলে দেবে।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।