ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আগরতলা

আগরতলায় বামফ্রন্টের গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মে ২৫, ২০১৮
আগরতলায় বামফ্রন্টের গণঅবস্থান গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন দলের নেতারা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): পাঁচ দফার দাবিতে ত্রিপুরার আগরতলায় গণঅবস্থান কর্মসূচি পালন করছে বামফ্রন্ট কমিটি।

শুক্রবার (২৫ মে) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজধানীর আরএমএস এলাকায় এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে উপস্থিত রয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই (এম) দলের রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, সম্পাদকমণ্ডলির সদস্য গৌতম দাস, সাংসদ ঝরণা দাস বৈদ্য, দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর প্রমুখ।

দাবিগুলো হলো রাজ্যে নির্বাচনোত্তর ফ্যাসিস্টসুলভ সন্ত্রাস বন্ধ করা, বিরোধী দলের অফিস ভাঙা বন্ধ ও তার ক্ষতিপূরণ দেওয়া, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, গ্রামীণ ও পাহাড়ি এলাকাগুলোতে কাজ, খাদ্যের অভাব দূরীকরণে ব্যবস্থা নেওয়া, সম্প্রতিককালের বন্যা ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ-পুনর্বাসনের ব্যবস্থা করা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি বলেন, ‘রাজ্যের মানুষ কি দেখছেন? রাজ্যের অবস্থা এমন হওয়ার কথা ছিল না। নির্বাচনের আগের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান সরকারের কাজের কোনো মিল নেই। প্রতিশ্রুতির উল্টোপথে ত্রিপুরার বিজেপি সরকার বলেও অভিযোগ করেন সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।