ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আগরতলা

ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুতে আগ্রহী বিজেপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুতে আগ্রহী বিজেপি প্রদেশ বিজেপির কার্যকারিনী বৈঠক

আগরতলা: ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত করতে উদ্যোগী হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিজেপির আমন্ত্রণে এরইমধ্যে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছে। সফরকালে দলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করবে।

 

রোববার (২২ এপ্রিল) আগরতলার ভগৎ সিং যুব আবাসে আয়োজিত ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যকারিনী বৈঠক শেষে সংবাদিকদের এ কথা জানান বিজেপির সর্ব ভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক রাম মাধব।  

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিজেপির উত্তরপূর্ব ভারতের সাংগঠনিক সম্পাদক অজয় জাম্বল, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রী যীঞ্ষু দেববর্মা, দলের সহ-সভাপতি প্রতিমা ভৌমিকসহ অন্যরা।

এছাড়া এদিন দলের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য অতিথিশালায় আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।