ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আগরতলা

ত্রিপুরার নতুন রাজ ভবন ঘুরে দেখলেন রাজ্যপাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
ত্রিপুরার নতুন রাজ ভবন ঘুরে দেখলেন রাজ্যপাল ত্রিপুরার নতুন রাজ ভবন ঘুরে দেখলেন রাজ্যপাল। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ‘পুষ্পবন্ত প্রাসাদ’ থেকে রাজ্যপাল ভবন স্থানান্তর করা হচ্ছে ক্যাপিটেল কমপ্লেক্স এলাকার নব-নির্মিত রাজ ভবনে।

নতুন রাজ ভবনের সবকিছু ঠিক আছে কিনা তা দেখতে বৃহস্পতিবার (৫ এপ্রিল) নতুন গোটা রাজ ভবন চত্বর ঘুরে দেখলেন রাজ্যপাল তথাগত রায়। ত্রিপুরার নতুন রাজ ভবন ঘুরে দেখলেন রাজ্যপাল।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/R-120180405172716.jpg" style="border-style:solid; border-width:1px; margin:1px; width:100%" />

পরে রাজ্যপাল তথাগত রায় সাংবাদিকদের জানান, আগামী ১৮ এপ্রিল রাজ্যপাল ভবন আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হলেও কিছু কাজ বাকি থাকবে। বাকিকাজগুলো পরবর্তী সময় শেষ করা হবে বলেও জানান রাজ্যপাল।

গত ছয় বছর আগে নতুন এই বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।