ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

পঞ্চগড়ে বিজিবির জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
পঞ্চগড়ে বিজিবির জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত জুডো প্রতিযোগিতা

পঞ্চগড়: পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চূড়ান্ত জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়ন মাঠে চূড়ান্ত খেলা শেষে খেলোয়ারদের মাঝে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক পরিয়ে দেওয়া হয়।  

এছাড়া বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদানসহ ব্যক্তিগত পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী খেলোয়ারদের মধ্যে পদক দেওয়া হয়েছে।

 

রংপুর আঞ্চলিক ব্যাটালিয়ন পর্যায়ে জুডো প্রতিযোগিতায় ওজন ক্যাটাগরিতে অনুষ্ঠিত আটটি খেলায় পঞ্চগড় ১৮ বিজিবি চ্যাম্পিয়ন এবং পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটলিয়ন রানার্সআপ হয়েছে।

এর আগে ১৫ জুলাই শুরু হওয়া এ প্রতিযোগিতায় রংপুর উত্তর-পশ্চিম অঞ্চলের মোট ১৫টি ব্যাটলিয়নের বিজিবি সদস্যরা খেলোয়ার হিসেবে অংশ নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন- রংপুর আঞ্চলিক ব্যাটালিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল ইএম আজিজুল কাহহার, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফীন ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদসহ বিজিবি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।