ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দুই মাস মাঠের বাইরে ঋদ্ধিমান শাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
দুই মাস মাঠের বাইরে ঋদ্ধিমান শাহ ঋদ্ধিমান শাহা-ছবি: সংগৃহীত

কাঁধের ইনজুরির কারণে অন্তত দুই মাস মাঠের বাইরে চলে গেলেন ভারতের টেস্ট দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহ। অস্ত্রোপচারের পর তার পরবর্তী শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে। তবে আপাতত তিনি এই দুই মাসে ব্যাটও পর্যন্ত উঠাতে পারবেন না।

ঋদ্ধির এই ইনজুরি তাকে অস্ট্রেলিয়া সফরেও শঙ্কায় ফেলে দিয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হ্যামিস্ট্রিংয়ের চোটে পড়ে সিরিজ শেষ হয়ে যায় তার।

আইপিএলের সময়ও আঙ্গুলে চোট ছিল ঋদ্ধির। যার কারণেই কিনা পরবর্তীতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামা হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানের।

ক্যারিয়ারে ৩২টি টেস্টে এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরিসহ প্রায় ৩১ গড়ে ১ হাজার ১৬৪ রান করেছেন ঋদ্ধি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।