ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের শুভসূচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের শুভসূচনা লঙ্কান 'এ' দলকে হারিয়ে আনন্দিত বাংলাদেশ 'এ' দল- ছবি: বিসিবি

ঢাকা: সফরকারী শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ 'এ' দল।

ওপেনার মিজানুর রহমানের ৬৭, টপ অর্ডার ফজলে মাহমুদের ৫৯ ও আরিফুল হকের ২২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ।  

২৮১ রানের লক্ষে খেলতে নেমে জয়ের খুব কাছে গিয়েও ২৭৮ রানে গুটিয়ে গেল লঙ্কানদের ইনিংস।

দিনশেষে ২ রানের জয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুনরা।

ব্যাট হাতে স্বাগতিকদের হয়ে অধিনায়ক মিঠুনের ইনিংসটিও উল্লেখযোগ্য ছিল। ৪৪ বল থেকে তিনি সংগ্রহ করেছেন ৪৪ রান।

সফরকারীদের হয়ে বল হাতে শিহান মাদুশঙ্কা, দাশুন শানাকা, শিহান জয়সুরিয়া, থিসারা পেরেরা ও মালিন্দা পুস্পকুমারা ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৭ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রি‌কেট স্টেডিয়ামে টস জিতে পরে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের হয়ে দাশুন শানাকা ৭৮ বলে ৭৮ ও আশান প্রিয়ঞ্জন খেলেছেন ৪২ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে খালেদ মাহমুদ ৪টি, শরিফুল ইসলাম ৩টি ও আরিফুল হক নিয়েছেন ২টি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন আরিফুল।

বাংলাদেশ সময় ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।