ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

আগস্টেই রিয়ালের মুখোমুখি ‘রোনালদো’র জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
আগস্টেই রিয়ালের মুখোমুখি ‘রোনালদো’র জুভেন্টাস ক্রিস্টিয়ানো রোনালদো- ছবি: সংগৃহীত

রিয়াল থেকে জুভেন্টাসে পাড়ি দেওয়ার মাত্র ২৫ দিন পরই নিজের সদ্য পুরনো ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

আগামী ৫ আগস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ প্রাক-মৌসুম টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে অল্প দূরে অবস্থিত মেরিল্যান্ডের ফেডএক্স মাঠে মুখোমুখি হবে রিয়াল-জুভেন্টাস। তবে ওই ম্যাচে বিশ্বকাপের পর ছুটি কাটাতে যাওয়া রোনালদো উপস্থিত থাকবেন কিনা তাই নিয়ে চলছে আলোচনা।

মাদ্রিদ রোনালদোকে রাশিয়া বিশ্বকাপের পরও বাড়তি ছুটি দিয়ে রেখেছিলো। রিয়ালের সাথে বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর প্রাক-মৌসুম শুরুর আগে আগামী ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে জুভেন্টাসে যোগ দেবেন রোনালদো।

০৪ আগস্ট জুভিদের বিখ্যাত ‘বেইনকোনেরি শার্ট’ গায়ে চাপাতে দেখা যেতে পারে রোনালদোকে। তার মানে সাবেক সতীর্থদের সঙ্গে খুব শীঘ্রই মাঠে দেখা হচ্ছে রোনালদোর, তবে মাঠে তাদের বিপক্ষে লড়তে দেখা যাবে তাকে।

বুধবার (১০ জুলাই) ৯ মৌসুম কাটিয়ে ১১ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। চার বছরের চুক্তিতে যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড তুরিনের ক্লাবটিতে ২০২২ সাল পর্যন্ত থাকবেন।

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩৮ ম্যাচে রেকর্ড ৪৫১ গোল করেছেন রোনালদো। এই সময়ে জিতেছেন চারটি ব্যালন ডি’অর (এর আগে প্রথম ব্যালন ডি’অর এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়)। রিয়ালের হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ২টি লা লিগার শিরোপা জয়ে করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।