ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

তুষারের সেঞ্চুরির পরেও চাপে দক্ষিণাঞ্চল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
তুষারের সেঞ্চুরির পরেও চাপে দক্ষিণাঞ্চল তুষার ইমরান

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড মাঠে গড়াতেই সেঞ্চুরি করে বসলেন দক্ষিণাঞ্চলের টপ অর্ডার ব্যাটসমান তুষার ইমরান। খেলেছেন ১৩০ রানের অনবদ্য ইনিংস।

তুষার ইমরানের সঙ্গে জুটি বেঁধে দলের হাল ধরেন টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান ফজলে মাহমুদ। তিনি সংগ্রহ করেছেন ৮৯ রান।

কিন্তু তারপরেও প্রথম দিন শেষে চাপ নিয়েই মাঠ ছাড়তে হলো শাহরিয়ার নাফিস ও নুরুল হাসান সোহানদের। কেননা দলীয় ২৯৮ রান তুলতেই তাদের ৭ উইকেট হারাতে হয়েছে।

স্বীকৃত অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে শাহিয়ার নাফিস ১৭, এনামুল হক বিজয় ৬, সৌম্য সরকার ৪ ও মোহাম্মদ মিথুন ফিরেছেন ব্যক্তিগত ২২ রানে।

দিন শেষে অধিনায়ক নুরুল হাসান সোহান এবং দোলোয়ার হোসেন অপরাজিত আছেন ৪ রানে।

প্রতিপক্ষ পূর্বাঞ্চলের হয়ে বল হাতে খালেদ আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি করে, আবু যায়েদ রাহি ও সোহাগ গাজী নিয়েছেন ১টি করে উইকেট।

সোমবার (১০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আশরাফুল ও অলোক কাপালির পূর্বাঞ্চল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।