ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

টেনিস

রেকর্ড শিরোপা মিশনে ছুটছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
রেকর্ড শিরোপা মিশনে ছুটছেন ফেদেরার ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় রেকর্ড ষষ্ঠ ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স (বিএনপি পারিবাস ওপেন) শিরোপায় চোখ রাখছেন রজার ফেদেরার। দাপটের সঙ্গেই সরাসরি সেটের জয়ে শেষ ষোলোতে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

এক ঘণ্টারও কম সময়ে সার্বিয়ান ফিলিপ ক্রাজিনোভিককে ৬-২, ৬-১ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে চতুর্থ রাউন্ডের প্রতিপক্ষ ফ্রান্সের জেরেমি চার্ডি।

যিনি স্বদেশী আদ্রিয়ান মানারিনোকে ৭-৫, ৪-৬, ৬-১ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।

বড় নামগুলোর অনুপস্থিতিতে শিরোপা দৌড়ে পরিষ্কার ফেভারিট ৩৬ বছর বয়সী সুইস কিংবদন্তি। রাফায়েল নাদাল, স্ট্যান ওয়ারিঙ্কা, অ্যান্ডি মারে, কেই নিশিকোরি ইনজুরির কারণে খেলছেন না।

এদিকে, শীর্ষ বাছাই খেলোয়াড় তালিকায় থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নেমে অঘটনের শিকার হয়েছেন ফেদেরারের সমান পাঁচবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। র‌্যাংকিংয়ের ১০৯ নম্বর খেলোয়াড় জাপানের তারো ড্যানিয়েলের কাছে ধরাশায়ী হন সার্বিয়ান সুপারস্টার। ডান হাতের কনুইয়ের সার্জারির পর এটিই ছিল জোকোভিচের প্রথম প্রতিযোগিতামূলক টেনিস ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।