ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

টেনিস

রেকর্ড গড়ে নাম্বার ওয়ান ফেদেরার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
রেকর্ড গড়ে নাম্বার ওয়ান ফেদেরার রজার ফেদেরার

ঢাকা: চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হটিয়ে রেকর্ড গড়ে ফের নাম্বার ওয়ান হলেন টেনিস সেনসেশন রজার ফেদেরার। নেদারল্যান্ডে অনুষ্ঠিত রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে রবিন হ্যাসকে হারিয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বের এক নম্বর আসনটি দখলের কীর্তি গড়লেন এই সুইস তারকা।

এর আগে যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি ৩৩ বছর বয়সে ১৩১ দিন এক নম্বর তারকা হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন। জয়ের পর এক টুইট বার্তায় ফেদেরারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

 

২০টি গ্রান্ডস্লাম বিজয়ী এই কিংবদন্তি প্রথম সেটে হেরে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছিলেন। পরের দুই সেটে অবশ্য দাপুটে জয় পান।

টেনিসের ইতিহাসে সর্বোচ্চ ৩০৩ সপ্তাহ টানা নাম্বার ওয়ান থাকার রেকর্ড এখনও রজার ফেদেরারের। তিনি ৩৬ বছর বয়সে ২০১২ সালের পর ফের এক নম্বর আসন দখল করলেন। এক নম্বরে ফিরতে ফেদেরার সময় নিলেন ৫ বছরের বেশি। আগাসি নিয়েছিলেন তিন বছর। ফেদেরার প্রথমবার বিশ্বের এক নম্বর হয়েছিলেন ১৪ বছর আগে।  

২০১৮ সালে টানা ১০ ম্যাচ অপরাজিত এই সুইস তারকা।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।