ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

ম্যানসিটিকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ম্যানসিটিকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল লিভারপুল ছবি: সংগৃহীত

বার্সেলোনার কাছে ফিলিপ্পে কুতিনহোকে হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার দারুণ এক উপলক্ষ পেল লিভারপুল। অ্যানফিল্ডে হাইভোল্টেজ রোমাঞ্চকর ম্যাচে উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে অল রেডসরা। প্রিমিয়ার লিগে রেকর্ড অপরাজেয় থাকার দৌড় থামলো সিটিজেনদের। লিগ মৌসুমের প্রথম হার দেখলো পেপ গার্দিওলার শিষ্যরা।

ক’দিন আগেই অনেক জল্পনা-কল্পনার পর ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল থেকে তাদের সেরা তারকা কুতিনহোকে ন্যু ক্যাম্পে ভাগিয়ে নিয়ে যায় বার্সা। দলবদলের বাজারে বড় এক ধাক্কাই খায় ইংলিশ জায়ান্টরা।

ম্যানসিটিকে হারানোর মধ্য দিয়ে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়লো।

প্রথমার্ধ থাকে ১-১ সমতায়। চেম্বারলিন ৯ মিনিটে লিড এনে দেওয়ার পর ম্যানসিটিকে ৪০ মিনিটে ম্যাচে ফেরান লিরয় সেন। ৫৯ ও ৬১ মিনিটে রবার্তো ফিরমিনো, সাদিও মানের গোলে চালকে আসনে বসে স্বাগতিকরা। সাত মিনিট বাদেই স্কোরলাইন ৪-১ করেন ফর্মের তুঙ্গে থাকা মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ৮৪ মিনিটে বার্নার্ডো সিলভা ও ইনজুরি টাইমে গুন্ডোজান টানটান উত্তেজনার জন্ম দিলেও দলের হার এড়াতে পারেননি। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কুতিনহোবিহীন লিভারপুল।

এদিকে, ২৩তম রাউন্ডের অপর ম্যাচে বোর্নমাউথের মাঠে ২-১ গোলে হেরে গেছে আর্সেনাল। পয়েন্ট টেবিলে শীর্ষস্থানধারী ম্যানসিটির সংগ্রহ ২৩ ম্যাচে ৬২। ১৫ পয়েন্ট পেছনে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ম্যানইউর সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে তিনে লিভারপুল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির পুঁজিও ২৩ ম্যাচে ৪৭। অবস্থান চতুর্থ। ছয়ে আর্সেনাল (৩৯)। পাঁচ পয়েন্ট এগিয়ে পাঁচ নম্বরে টটেনহাম। ২৩তম রাউন্ডে শুধু রেড ডেভিলসদের খেলাই বাকি। প্রতিপক্ষ স্টোক সিটি। ওল্ড ট্রাফোর্ডে সোমবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।