ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

সিরিজ বাঁচাতে প্রথম দিনে ব্যাটিংয়ে উজ্জ্বল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
সিরিজ বাঁচাতে প্রথম দিনে ব্যাটিংয়ে উজ্জ্বল ইংল্যান্ড ছবি: সংগৃহীত

অ্যাশেজ সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে ভালো শুরু পেয়েছে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড। পার্থ টেস্টে মালান-বেয়ারস্টোর অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটিতে চার উইকেটে ৩০৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।

দলীয় ১৩১ রানে চার উইকেট হারালেও এই দু’জনের ব্যাটিং দৃঢ়তায় চালকের আসনে ইংলিশরা। অন্যদিকে শুরুটা ভালো হলেও দিন শেষে স্টার্ক-হ্যাজলউড-কামিন্সদের চোখেমুখে উইকেটের জন্য হাহাকারই ফুটে ওঠে!

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়ে ১১০ রানে ডেভিড মালান ও ৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো।

২০১৩ সালে পার্থে বেন স্টোকসের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম কোনো ইংলিশ ব্যাটসম্যান শতকের দেখা পেলেন।

ছবি: সংগৃহীতঅস্ট্রেলিয়ায় অ্যাশেজ টেস্টের প্রথম দিনে ২০০২ সালের (অ্যাডিলেডে ৪ উইকেটে ২৯৫) পর এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর। এ ম্যাচ দিয়ে ইংল্যান্ডের হয়ে প্রথম ও বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে ১৫০তম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। এমন কীর্তির দিনে প্রথম ইনিংসে মাত্র ৭ রানে আউট হন তিনি। আরেক ওপেনার মার্ক স্টোনম্যান ৫৬, জেমস ভিঞ্চি ২৫ ও ক্যাপ্টেন জো রুট ২০ রানে বিদায় নেন।

ছবি: সংগৃহীতকুক ও স্টোনম্যানের উইকেট দু’টি নেন মিচেল স্টার্ক। ভিঞ্চিকে জস হ্যাজলউড ও রুটকে ফেরান প্যাট কামিন্স।

ছবি: সংগৃহীতপাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে অজিরা। দুই ম্যাচ হাতে রেখে ট্রফিতে চোখ রাখছে স্বাগতিক শিবির। পাল্টা চ্যালেঞ্জ জানাতে মরিয়া ইংলিশদের পার্থে হার এড়ানোর বিকল্প নেই। ব্রিসবেনে ১০ উইকেটে হারের লজ্জার পর অ্যাডিলেডে ১২০ রানে পরাজয় বরণ করতে হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।