ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

হাফিজকে বোলিং শেখাবেন আজমল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
হাফিজকে বোলিং শেখাবেন আজমল! ছবি: সংগৃহীত

বোলিং অ্যাকশন সংশোধন করে আন্তর্জাতিক ক্রিকেটে আর নিজেকে মেলে ধরতে পারেননি পাকিস্তান দলের এক সময়ের নিয়মিত মুখ সাঈদ আজমল। বারেবারে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে সম্প্রতি তৃতীয়বারের মতো আন্তর্জাতিক বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ হাফিজ। সাবেক সতীর্থকে বোলিংয়ে ফেরাতে কাজ করতে চান আজমল।

এক মাসের মধ্যেই হাফিজের বোলিং অ্যাকশন শোধরাতে পারবেন বলে আত্মবিশ্বাসী চল্লিশ বছর বয়সী আজমল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও হাফিজ সম্মতি দিলেই কাজে নেমে পড়তে রাজি তিনি।

২০১৪ সালে আইসিসি থেকে নিষেধাজ্ঞা জারির পর সাকলাইন মুস্তাক ও মুস্তাক আহমেদ আজমলের বোলিং অ্যাকশন সংশোধনে সাহায্য করেছিলেন। ৩৭ বছর বয়সী অভজ্ঞ অলরাউন্ডার হাফিজও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তৃতীয়বার বোলিংয়ে নিষিদ্ধ হাফিজ

সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অফস্পিন আইকন আজমল। চলমান ন্যাশনাল টি-২০ কাপ শেষেই ক্রিকেটকে বিদায় বলে দেবেন তিনি। উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘শুধুমাত্র পাকিস্তান বোলারদের’ টার্গেট করছে এবং এ ব্যাপারে পিসিবি নোটিশ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

‘যদি পিসিবি বোলারদের রক্ষার্থে কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়, আমি আশাবাদী যে পাকিস্তানি বোলাররা আবারো বোলিং অ্যাকশনের জন্য বাইরে চলে যাবে না। ’

সম্প্রতি এএফপি’কে দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের কথা বলেছিলেন আজমল, ‘এটা দেখে মনে হচ্ছে এই প্রক্রিয়াটা আমার ও হাফিজের জন্য ছিল, অন্য সব বোলাররা সন্দেহজনক অ্যাকশন নিয়েও এখনো খেলছে। ’

অবসরের ঘোষণা দেওয়া আজমল বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের প্রত্যাশা করছেন না। পিসিবির এটি আগেই ভাবা উচিৎ ছিল বলে মনে করেন তিনি, ‘আমি তাদের (পিসিবি) কাছে অনুনয় করতে চাই না। ’

গত বছর পিসিবির দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আজমল। তখন বলেছিলেন, ‘আমার এই মুহূর্তে ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কোনো ইচ্ছা নেই। ফিরে আসতে আমি কঠোর পরিশ্রম করেছি এবং ন্যাশনাল টি-২০ কাপে আমার পারফরম্যান্সে তা প্রতিফলিত। ’

ন্যাশনাল টি-২০ কাপে বর্তমানে রাওয়ালপিন্ডির হয়ে খেলছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বোলার আজমল। টেস্টেও ছিলেন সফল। অবসর প্রসঙ্গে তার অভিমত, ‘আমি পাকিস্তান ও পিসিবির হয়ে ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু দিন শেষে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য ভালো একটি ম্যাচ খেলোর সুযোগ পাইনি। এই টি-২০ ম্যাচগুলো (ন্যাশনাল টি-২০ কাপ) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তাই ভক্ত-সমর্থকদের সামনে ক্রিকেট থেকে অবসর ঘোষণার সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।