ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

টেনিস

রেকর্ড অষ্টম শিরোপা জিতলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
রেকর্ড অষ্টম শিরোপা জিতলেন ফেদেরার ছবি:সংগৃহীত

হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে সুইস ইন্ডোর্স টাইটেলের শিরোপা জিতলেন রজার ফেদেরার। এ আসরে ক্যারিয়ারের রেকর্ড অষ্টম ট্রফি ঘরে তুললেন টেনিসের জীবন্ত এ কিংবদন্তি। আগের সাতটি শিরোপাও তার রেকর্ডের ঝুলিতে ছিলো।

শীর্ষ দুই নম্বর বাছাই ফেদেরারের চলতি বছরটা স্বপ্নের মতোই কেটেছে। দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি জিতেছেন আরও বহু শিরোপা।

আর এবারের ট্রফি মিলিয়ে ক্যারিয়ারের ৯৫তম শিরোপা জয় করলেন ৩৬ বছর বয়সী এ সুইস তারকা।

বাসেলের ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ আর্জেন্টাইন দেল পোত্রো অবশ্য এদিন প্রথম সেট জিতে নেন। টাইব্রেকারে ৬-৭(৫) হারেন ফেদেরার। তবে পরের দুই সেটে দুর্দান্ত খেলে ৬-৪ ও ৬-৩ গেমে জিতে শিরোপা নিজের করে নেন রেকর্ড গ্র্যান্ড স্ল্যামের মালিক।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad