ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহরের কাউতলি এলাকায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

খেলার প্রথম অধিবেশনে বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলায় বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিজয়নগর সেনোমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে।

অপরদিকে বিকেল ৫টায় বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে বিজয়নগর বড়চাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ব্রাহ্মণবাড়িয়া সদর সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে বিভিন্ন উপজেলা থেকে ১৮টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।