ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

বার্সার ব্যস্ত সূচি, ১৮ দিনে ৬ ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বার্সার ব্যস্ত সূচি, ১৮ দিনে ৬ ম্যাচ ছবি: সংগৃহীত

পরবর্তী আন্তর্জাতিক বিরতির আগে ব্যস্ত সময় পার করবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আগামী ১৮ দিনে খেলতে হবে ছয়টি ম্যাচ। অর্থাৎ, প্রতি তিন দিন অন্তর মাঠে নামবে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে প্রতিযোগিতার ব্যস্ততায় দিন কাটবে বার্সার। অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দু’টি গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে।

কোপা দেল রের শিরোপা ধরে ‍রাখার মিশন শুরু রিয়াল মুর্সিয়ার মাঠে। লিগ ম্যাচ আছে তিনটি। লা লিগায় মালাগা ও সেভিয়াকে আতিথ্য দেওয়ার পাশাপাশি অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে সান ম্যামেস স্টেডিয়ামে।

নভেম্বররের আন্তর্জাতিক বিরতিতে ইভান রাকিটিচ ছাড়া খেলোয়াড়দের প্রীতি ম্যাচে দেখা যাবে। ক্রোয়েশিয়ার হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ রাউন্ডে খেলবেন বার্সা মিডফিল্ডার।

বার্সার ১৮ দিনে ৬ ম্যাচের সূচি (প্রথমে স্বাগতিক):

১৮-১০-২০১৭ : বার্সেলোনা বনাম অলিম্পিয়াকোস (চ্যাম্পিয়নস লিগ)

২১-১০-২০১৭ : বার্সেলোনা বনাম মালাগা (লা লিগা)

২৪-১০-২০১৭ : রিয়াল মুর্সিয়া বনাম বার্সেলোনা (কোপা দেল রে)

২৮-১০-২০১৭ : অ্যাথলেতিক বিলবাও বনাম বার্সেলোনা (লা লিগা)

৩১-১০-২০১৭ : অলিম্পিয়াকোস বনাম বার্সেলোনা (চ্যাম্পিয়নস লিগ)

৪-১১-২০১৭ : বার্সেলোনা বনাম সেভিয়া (লা লিগা)

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।