ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অজিদের রহস্য ফাঁস করলেন শেওয়াগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
অজিদের রহস্য ফাঁস করলেন শেওয়াগ অজিদের রহস্য ফাঁস করলেন শেওয়াগ-ছবি:সংগৃহীত

আগের মতো আর সেই তেজ আর দেখা যাচ্ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে। স্টিভ স্মিথদের মধ্যে শরীরী ভাষাতেও নিস্তেজ ভাব। প্রশ্নও উঠে গেছে, এটাই কী দুর্বলতম অস্ট্রেলিয়া দল? অথচ এ বছরের শুরুতেই টেস্ট সিরিজে চনমনে অজিদের দেখা গিয়েছিল।

সিরিজ হারলেও লড়াই করেছিলেন স্মিথরা। জোর কথার লড়াই হয়েছিল বিরাট কোহলিদের সঙ্গে।

মজার কথা, এই অস্ট্রেলিয়া কিন্তু স্লেজিংও করছে না। অন্তত একদিনের সিরিজে তো কথার লড়াই হয়নি দু–দলের ক্রিকেটারদের মধ্যে।  

কিন্তু কেন? ভারতের সাবেক ওপেনার বিরেন্দ্র শেওবাগ মনে করেন, আগামী বছর আইপিএলে ভাল দাম পাওয়ার জন্যই অজি ক্রিকেটাররা চুপচাপ রয়েছেন, ‘আগামী বছর আইপিএল নিলাম হবে। তাই স্লেজিংয়ের রাস্তা থেকে সরে এসেছে অজিরা। তারা জানে স্লেজিং করলে ভারতীয় ফ্রাঞ্চাইজিরা বেশি দামে ওদের কিনবে না। নিলামে দর কম উঠবে। ’ 

শেওবাগ অবশ্য মনে করেন এই অস্ট্রেলিয়া বড্ড বেশি স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চ নির্ভর। দলগত পারফরম্যান্স করতে না পারলে ভারতকে হারানো যে অসম্ভব তাও স্মিথদের মনে করিয়ে দিয়েছেন বিরু, ‘এই অস্ট্রেলিয়া ভয়ানক চাপের মধ্যে রয়েছে। সেরা ক্রিকেটারের অভাব রয়েছে। দলটা তো স্মিথ, ওয়ার্নার এবং ফিঞ্চের উপর নির্ভরশীল। ’

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।