ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

মালয়েশিয়া

৫০০ কেজি কংক্রিটের চাপায় বাংলাদেশির মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
৫০০ কেজি কংক্রিটের চাপায় বাংলাদেশির মৃত্যু নিহত আমির মাহমুদের নিথর দেহ।

ঢাকা: মালয়েশিয়ার মার্সিংয়ে হাইওয়ে কেএম৬০ এ চলন্ত লরি থেকে ৫০০ কেজি কংক্রিটের চাপায় আমির মাহমুদ (৪১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল মালয়েশিয়ার দক্ষিণ পূর্বে মার্সিংয়ে জালান বাতুপাহাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির মাহমুদ ওই এলাকায় একটি ভাঙা পাইপের সংস্কার কর্মী ছিলেন।

জেলা পুলিশের প্রধান অ্যাসিসটেন্ট কমিশনার মুহাম্মাদ লাহাম বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নিহত ব্যক্তি যখন ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। তখন ওই লরির পেছন থেকে ৫০০ কেজি কংক্রিট গড়িয়ে আমিরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্যে বাসার হাজ্জাহ খালসম হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। কোনো অবহেলা থাকলেও সেটিও খতিয়ে দেখা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।