ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিনল্যান্ড

ফিনল্যান্ডে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন

জামান সরকার, হেলসিংকি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ফিনল্যান্ডে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন ঈদের জামাতের পর এক ফ্রেমে ফিনল্যান্ডপ্রবাসী বাংলাদেশিরা

হেলসিংকি (ফিনল্যান্ড): ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। একমাস সংযম-সাধনায় রোজা রাখার পর ফিনল্যান্ডজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় শাওয়াল মাসের এক ফালি চাঁদ এই ঈদের খুশির বার্তা নিয়ে হাসে পশ্চিমাকাশে। তারই আবাহনে রোববার (২৫ জুন) ঈদের আনন্দ ফিনল্যান্ডের মুসলিম জনগোষ্ঠীসহ সবার ঘরে ঘরে।

সকালে মিষ্টিমুখ করে সবাই নতুন পোশাক পরে রওয়ানা হয় ঈদগাহে। শিশু-কিশোরদের চোখমুখে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।

গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল সকালে ফিনল্যান্ডপ্রবাসী অন্য দেশের মুসলিমদের মতো ধর্মপ্রাণ বাংলাদেশিরাও সমবেত হয় ঈদের জামাতে।

হেলসিংকিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদের প্রধান দু’টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় কনতুলা স্কুল মিলনায়তনে এবং হাকানিয়েমীর মেরী হাকা পাল্লোহাল্লিতে।  

হাকানিয়েমীতে ইমামতি করেন হেলসিংকির দারুল আমান মসজিদের খতিব আবদুল কুদ্দুস খান ও কনতুলার জামাতে ইমামতি করেন বশির আহমেদ।

ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ফিনল্যান্ডের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা জামাত দু’টিতে পৃথকভাবে অংশ নেন। এদের মধ্যে ছিলেন-বদরুল মনির, নাজমুল হুদা, কামরুল আলম কমল, নাসির খান, আরিফ হক, জহুরুল ইসলাম সিকদার, রফিকুল হায়দার টিপু, জামান সরকার, মবিন মোহাম্মদ,  রুবেল ভূঁইয়া, আবুল হাসেম চৌধূরী, আতাউর রহমান খান, এম এ হারুন, এম এ মান্নান, বদরুম মুনীর ফেরদৌস, সামসুল গাজী, মিজানুর রহমান মিঠু, মোস্তফা আজাদ বাপি, মোস্তাক সরকার, খালেদুল ইসলাম জিতু, সাহিন মোহাম্মদ, সাজ্জাদ মুন্না, আতাউর রহমান রুহেল, হাদি, হাসান, তাপস খান, মাসুদ আবদুল্লাহ, আনোয়ার হোসেন খান, ফাহমিদউস সালহীন,  ফাহাদ, সুলতান দাউদ হোসেন, পাভেজ মনোয়ার, লাবিব, লামিয়া, সহিদুল ইসলাম, মোরসালীন, তাজুল ইসলাম, সপনীল, আনোয়ার হোসেন,  নাজমুল হাসান লিটন, হাসিব সরকার, আকরাম, ওয়াহিদ, জসিম, আবুল কালাম আজাদ, সরোয়ার, খায়রুল আহসান, জসিম, আনিসুর রহমান, জায়ান, আরিয়ান প্রমুখ।

বরাবরের মত এবারও বাঙালিদের ঈদ উদযাপনে ছিল বিভিন্ন ধরনের দেশি-বিদেশি খাবার আয়োজন, একে অপরের বাড়িতে নিমন্ত্রণ, মাতৃভূমি বাংলাদেশে মোবাইল করে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ইত্যাদি। বরাবরের মতো ঈদের এই উৎসবের রেশ আরও ৪-৫ দিন থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।