ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নিউইয়র্ক

শান্তিরক্ষা মিশন নিয়ে বাংলাদেশ পদ্ধতি বাস্তবভিত্তিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মে ২৭, ২০১৭
শান্তিরক্ষা মিশন নিয়ে বাংলাদেশ পদ্ধতি বাস্তবভিত্তিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ঢাকা: শান্তিরক্ষা মিশন ও এ সংশ্লিষ্ট কাজে বাংলাদেশ বাস্তবভিত্তিক পদ্ধতি গ্রহণ করছে বলে মত দিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।  

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি সশস্ত্র সংঘাতের সময় ‘বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও চিকিৎসাসেবা’ শীর্ষক এক উন্মুক্ত বিতর্কে বক্তব্যে একথা বলেন তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় সৈন্য প্রেরণকারী দেশ।

সে হিসেবে শান্তিরক্ষা কার্যক্রমের নীতিমালা অনুসরণ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও চিকিৎসাসেবা দিতে অনুশীলন ও প্রস্তুতি উভয় ক্ষেত্রেই বাস্তবভিত্তিক পদ্ধতি গ্রহণ করে যাচ্ছে বাংলাদেশ।

ইতোপূর্বে নিউইয়র্কে অনুষ্ঠিত শান্তিরক্ষা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, আমরা আমাদের সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের জন্য শান্তিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করেছি। এ বিষয়ে সবর্দা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।

অনুষ্ঠানটির উদ্বোধনীতে ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ২৭ মে, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad