ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বজনরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
খালেদার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বজনরা

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কারাগার থেকে বের হয়েছেন তার স্বজনরা।

শনিবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টায় খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামসহ পাঁচ জন কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে তারা সাড়ে ৬টার দিকে বের হয়ে যান।

 

এ সময় খালেদার বোনের সঙ্গে ছিলেন তার স্বামী রফিকুল ইসলাম, ভাগ্নি সায়মা ইসলাম, ভাগনে ডা. মামুন ও মাসুদ।

এর আগে বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার দুই আইনজীবী। এ সময় কারাগার থেকে বের হয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলানিউজকে বলেন, আমরা সাক্ষাত করে বের হয়ে এসেছি। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা পৌনে ৫টার দিকে প্রবেশ করেছেন।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে সানাউল্লাহ বলেন, তিনি খুবই অসুস্থ। আমরা মামলা সংক্রান্ত কিছু বিষয়ে নেত্রীর সঙ্গে কথা বলেছি।

দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। তারপর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারেই বন্দি রয়েছেন তিনি।  

** বের হয়েছেন আইনজীবীরা, প্রবেশ করেছেন স্বজনেরা

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।