ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ যুবলীগের নেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ যুবলীগের নেতা আটক 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে ১০০ বোতল ফেনসিডিলসহ রফিক (২৭) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১২ জুন) রাতে ওই ইউনিয়নের রত্নাই পশ্চিম কাশিবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

আটক রফিক ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।

তিনি ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

বুধবার (১৩ জুন) ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রত্নাই পশ্চিম কাশিবাড়ি এলাকায় মাদকদ্রব্য লেনদেনের প্রস্তুতি নিচ্ছিলো মাদক বিক্রেতারা। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিলসহ রফিককে আটক করা হয়।

আটক যুবলীগ নেতাকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় যুবলীগ নেতা রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad