ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

গাজীপুর-খুলনায় আ’লীগ প্রার্থীর পক্ষে ১৪ দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
গাজীপুর-খুলনায় আ’লীগ প্রার্থীর পক্ষে ১৪ দল ১৪ দলের সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ নাসিম। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করবে ১৪ দলীয় জোট।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে একথা জানান ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, স্থানীয়ভাবে আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সঙ্গে কাজ করবে ১৪ দল।

জাতীয় নির্বাচন এ বছরের শেষ দিকে হবে। সে হিসেবে এখন সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

নির্বাচনে মানুষ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোট দেবে বলে আশা প্রকাশ করেন নাসিম। আগামী ২৬ এপ্রিল ঢাকায় মুজিবনগর দিবস উপলক্ষে ১৪ দলের সমাবেশ হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।