ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

ঈশ্বরদীতে জামায়াত নেতা গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ঈশ্বরদীতে জামায়াত নেতা গ্রেফতার গ্রেফতারকৃত ছলিমপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাঠান।

ঈশ্বরদী (পাবনা): নাশকতাসহ বিভিন্ন মামলায় ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাঠানকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ছলিমপুরের বড়ইচরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কোলেরকান্দি বটতলা এলাকায়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশের একটি দল বড়ইচরা বাজারে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করে। এ অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।  

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, আব্দুর রহিমের বিরুদ্ধে থানায় নাশকতা ও বিস্ফোরকসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad