ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
 চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ  বিমানবন্দরে দলের নেতাদের সঙ্গে এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চিকিৎসার জন্য ৭ দিনের সফরে সিঙ্গাপুর গেছেন। 

সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিজি- ৮৪ বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

এরশাদের সফরসঙ্গী হিসেবে আছেন-পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, নাসরিন জাহান রতনা এমপি ও মেজর খালেদ আখতার (অব.), চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু, পার্টির ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত, কেন্দ্রীয় নেতা ড. মেহেজুবুন্নেসা রহমান প্রমুখ।

 

সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।