ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অফবিট

৫৮৮৮ পাতা দিয়ে তৈরি পোশাকে মডেলিং!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
৫৮৮৮ পাতা দিয়ে তৈরি পোশাকে মডেলিং! পাতার পোশাকে মডেল

ঢাকা: প্রযুক্তি বিশ্বকে ক্রমাগত এগিয়ে নেওয়া দেশ চীন ফ্যাশন ডিজাইনিংয়েও চেষ্টা করছে বিশ্বকে টক্কর দিতে। এতেও অনেকটা সফল তারা। 

পাতার পোশাকে মডেলপ্রকৃতি থেকে প্রাপ্ত সত্যিকারের পাতা দিয়ে দুই মিটার লম্বা পোশাক তৈরি করে এরইমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে ফ্যাশন জগতে।  

পাতার পোশাকে মডেলদক্ষিণ চীনের গুয়ানডং প্রদেশের সাম্পোলা ফরেস্ট রিসোর্টে অনুষ্ঠিত রেড লিভস ফেস্টিভালে এই পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক মডেল কন্যা।

পাতার পোশাকে মডেলসম্প্রতি অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালে চারজন ডিজাইনার মিলে ৫ হাজার ৮শ ৮৮টি সত্যিকারের গাছের পাতা দিয়ে চোখ ধাঁধানো ২ মিটার লম্বা পোশাকটি তৈরি করে প্রদর্শন করেন।

পাতার পোশাকে মডেলরেড লিভস ফেস্টিভালে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন সেই পাতার পোশাক পরা নারী মডেল। তাকে ঘিরে ছবি, সেলফি তোলায় মশগুল ছিল আগতরা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।