ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
সিলেটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আটক ২

সিলেট: সিলেটের কানাইঘাট পল্লী এলাকায় প্রতিপক্ষের হামলায় ফারুক আহমদ (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। 

ফারুক আহমদ উপজেলার সাতবাক ইউনিয়নের বায়মপুর বদিকোনা গ্রামের আসক রাজার ছেলে।  

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যান ফারুক আহমদ।

এসময় প্রতিপক্ষ হাফিজ ইসলাম উদ্দিন ও তার লোকজন ফারুকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাকে বাঁচাতে দুই সহোদর আলাউদ্দিন ও মাসুক মিয়া এগিয়ে এলে তারাও আহত হন। তাৎক্ষণিভাবে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফারুক মারা যান।

সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন ফারুক। আহত হয়েছেন আলাউদ্দিন ও মাসুক মিয়া নামে দুইব্যক্তি।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।