ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুর বোটানিক্যাল গার্ডেনে কলেজছাত্রের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
মিরপুর বোটানিক্যাল গার্ডেনে কলেজছাত্রের মরদেহ

ঢাকা: রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনের ভেতর থেকে শাহিন (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধাবার (১৫ আগস্ট) বিকেল সাড়া ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বোটানিক্যাল গার্ডেনের ভেতরে একটি পুকুর সংলগ্ন ঝোপ থেকে কলেজছাত্র শাহিনের মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত ছাত্রের পকেটে থাকা আইডি কার্ড থেকে জানান যায় সে বিএএফ শাহীন কলেজের ছাত্র। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তবে ওই কলেজছাত্রের শরীরের তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদেন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এজেডএস/জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।