ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দক্ষিণখানে ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
দক্ষিণখানে ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রঙমিস্ত্রী দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হাবিব (৫০) ও আক্তারুজ্জামান (৩৫)।

বুধবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের সহকর্মী মো. রানা জানান, দক্ষিণখান কসাইবাড়ী এলাকায় ৮তলা নির্মাণাধীন একটি ভবনে ৬তলায় রেলিংবিহীন বারান্দার টেবিলের উপরে দাঁড়িয়ে রঙের কাজ করছিলেন তার। হঠাৎ অসাবধানবশত টেবিল থেকে তারা দুইজন নিচে পড়ে যান।

পরে আহত অবস্থায় দ্রুত তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের বিস্তারিত তথ্য জানাতে পারেননি সহকর্মী রানা। তবে নিহতরা উত্তরা এলাকায় থাকতেন, ভবনে রঙের কাজ করতেন।

দক্ষিণখান থানা সহকারী উপ-পরিদর্শক (এসআই) আবদুল গফুর মিয়া জানান, কসাইবাড়ী জালাল উদ্দিন সরণি বটতলা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।