ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

১৫ আগস্টে শহীদদের স্মরণে বরিশালে প্রদীপ প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
১৫ আগস্টে শহীদদের স্মরণে বরিশালে প্রদীপ প্রজ্জ্বলন ১৫ আগস্টে শহীদদের স্মরণে বরিশালে প্রদীপ প্রজ্জ্বলন-ছবি-বাংলানিউজ

বরিশাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের স্মরণে বরিশালে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নগরের পাবলিক স্কয়ারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি প্রফেসর মো. হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. বাহাউদ্দিন গোলাপের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর সিরাজউদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. অলোক সাহা, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম, অধ্যাপক শাহ শাজেদা, অধ্যাপক বিমল চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এস এম ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।