ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লেবানন থেকে ফেরত আসছেন ২১০ কর্মী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
লেবানন থেকে ফেরত আসছেন ২১০ কর্মী ককর্মীদের হাতে ট্রাভেল ডকুমেন্ট ও প্লেন টিকিট দিচ্ছেন রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার

ঢাকা: লেবানন থেকে ২১০ জন বাংলাদেশি কর্মী দেশে ফেরত আসছেন। রোববার থেকে চার দফায় এসব কর্মীরা ঢাকায় ফিরবেন।

শনিবার ( ২১ জুলাই) লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র এ খবর নিশ্চিত করেছে।

সূত্র জানায়, লেবাননে বৈধ কাগজপত্র ছাড়া অনেক বাংলাদেশি কর্মী রয়েছেন।

তাদের লেবানন সরকার বাংলাদেশে ফেরার সুযোগও দিয়েছে। সে অনুযায়ী ২১০ জন কর্মী ঢাকায় ফিরে আসছেন।  

এসব কর্মী রোববার থেকে চার দফায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় ফিরবেন। এদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিলো না। তবে লেবাননে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এসব কর্মীদের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে টিকিটও দেওয়া হয়েছে বলে জানায় ওই সূত্র।

লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এসব কর্মী অবৈধভাবে  লেবাননে অবস্থান করছিলেন। তবে এখন তারা স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী। সে কারণেই তাদের ফিরিয়ে আনা হচ্ছে। এসব কর্মীদের কোনো জরিমানাও দিতে হয়নি বলে জানায় দূতাবাস।  

লেবাননের বাংলাদেশ দূতাবাসে শনিবার ( ২১ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে ২১০ জন কর্মীর কাছে ট্রাভেল ডকুমেন্ট ও প্লেন টিকিট তুলে দেন রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। এর আগে গত মাসে লেবানন থেকে আরো ১৯৮ জন কর্মী দেশে ফিরে আসেন।  

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।