ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরের বাঁধন ফুডের কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
সৈয়দপুরের বাঁধন ফুডের কারখানায় আগুন কারখানায় আগুন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় বাঁধন ফুড প্রডাক্ট’র একটি কারখানায় অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার চিপস তৈরির মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে গেছে।

বুধবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল হামিদ নামে জনৈক ব্যক্তি ওই কারখানার মালিক বলে জানা যায়।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান বাংলানিউজেক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলা হয়। ওই কারখানার গরম তেলের কড়াই থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তেল মাত্রাতিরিক্ত গরম হলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আগুনে কারখানার কাঁচামাল ও সরঞ্জামসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।