ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সারাদেশে নানা আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সারাদেশে নানা আয়োজন জাতীয় মৎস্য সপ্তাহ

ঢাকা: সারাদেশে আলোচনা সভা, জলাশয়ে মাছের পোনা ছাড়াসহ নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮। 

‘স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (১৮ জুলাই) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন জেলার মৎস্য অধিদফতর।

চাঁদপুর
বেলা ১২টার দিকে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলার মৎস্য উৎপাদন, ইলিশ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি, তাদের পুনর্বাসন ও খাদ্য সহায়তা প্রদানসহ সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আলম মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন, পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, মো. মাকছুদুল আলম প্রমুখ 

নীলফামারী
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বেলা ১১টার দিকে জেলা মৎস্য ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৎস্য বিভাগ।

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সদর উপজেলা মৎস কর্মকর্তা সরদার মহিউদ্দিন, নীলফামারী খামার ব্যবস্থাপক (মৎস্য বীজ উৎপাদন খামার) মো. খায়রুল আলম, মৎসজীবী সমবায় সমিতির প্রতিনিধি গেদন চন্দ্র দাস প্রমুখ।

গোপালগঞ্জ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপুরে গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আলী মিয়া, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, খামার ব্যবস্থাপক মো. আসলাম আলী ও স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত ইলেকট্রনিক, অনলাই ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

ঝিনাইদহ
মৎস্য সপ্তাহ উৎযাপন কমিটির আয়োজনে সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীক, প্রেসক্লাব সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলুসহ বিভিন্ন প্রিন্ট, অনলাই ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মেহেরপুর
মেহেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা মৎস্য বিভাগ।

জেলা মৎস কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান মানিক, সিনিয়র মৎস কর্মকর্তা মীর জাকির হোসেন।  

সংবাদ সম্মেনে জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া জেলার মাছের উৎপাদন, উৎস ও চাহিদা তুলে ধরেন বক্তব্য রাখেন।

নাটোর
নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করে জেলা মৎস্য অধিদফতর।

বুধবার (১৮ জুলাই) থেকে শনিবার (২৮ জুলাই) পর্যন্ত মৎস্য সপ্তাহের কর্মসূচি চলবে। কর্মসূচির মধ্যে রয়েছে- মাছের পোনা অবমুক্তকরণ, মূল্যায়ন সভা, পুরষ্কার প্রদান, মৎস্য আইনের বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা, কুইজ প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং তিনদিনের মৎস্য মেলা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি। সভায় সভাপতিত্ব করেন জেলা জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা। এসময় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেরপুর
শেরপুর সদর উপজেলার ভাতশালা জেলা মৎস অফিস অডিটরিয়ামে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

জেলা মৎস অফিসের আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা মৎস কর্মকর্তা মো. জাহিদ হোসেন, জেলা মৎস অফিসের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ারা বেগম, শেরপুর সদর উপজেলা মৎস কর্মকর্তা দেবযানী ভৌমিক, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় অংশ নেন- সিনিয়র সাংবাদিক প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি এমএ হাকাম হীরা, ছামেদুল ইসলাম তালুকদার, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, মঞ্জুরুল আহসান, মনিরুল ইসলাম, মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা মৎস অফিসার মো.শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

রাঙামাটি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপুরে রাঙামাটি জেলা মৎস্য প্রশিক্ষণ হলরুমে সংবাদ সন্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. ইয়াসিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।