ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন মিলার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন মিলার

ঢাকা: বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দেশটির প্রখ্যাত কূটনীতিক আর্ল রবার্ট মিলারকে মনোনীত করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুলাই) হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  

রবার্ট মিলার বর্তমানে বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশটির ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ এ কর্মকর্তা ১৯৮৭ সাল থেকে আমেরিকান কূটনীতিতে অবদান রেখে আসছেন।  

প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার পর যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ কংগ্রেস এর অনুমোদন করবে। এরপরই মূলত ঢাকায় তার নিয়োগ চূড়ান্ত হবে।  

নিয়োগ পেলে বর্তমান রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন মিলার। ২০১৫ সালের জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন বার্নিকাট।

তবে কবে নাগাদ তিনি বাংলাদেশে আসছেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।  

হোয়াইট হাউজ বলছে, বতসোয়ানার আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কনসাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন মিলার। এরপর ২০১৪ সালে যোগ দেন গ্যাবোরোনে যুক্তরাষ্ট্র দূতাবাসে।  
  
এর আগে তিনি নয়াদিল্লি ও বাগদাদ এবং জাকার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রিজিওনাল সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
টিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।