ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মগবাজারে কিশোরী ‘হত্যা’র ঘটনায় আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
মগবাজারে কিশোরী ‘হত্যা’র ঘটনায় আটক ১

ঢাকা: মগবাজারের একটি আবাসিক হোটেলে কিশোরী ‘হত্যা’র ঘটনায় জড়িত সন্দেহে সুমন (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৮ জুলাই) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৭ জুলাই) দিনগত রাতে মিরপুরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব-৩ এর সদস্যরা।

বুধবার বেলা ১১ টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এরআগে সোমবার (১৬ জুলাই) বিকেলে মগবাজারের আবাসিক হোটেল 'বৈকালি' থেকে বৃষ্টি (১৬) নামের এক কিশোরীর  মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই সময় রমনা থানা পুলিশ জানায়, ঘটনার দিন সকালে সুমন ও বৃষ্টি স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ৪০৭ নম্বর কক্ষে উঠেছিলেন। বিকেলে বৃষ্টিকে কোলে করে নিচে নামানোর চেষ্টা করেন সুমন। এসময় জিজ্ঞাসাবাদে হোটেল কর্তৃপক্ষকে তিনি জানান, তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। এরপর হোটেল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।  
আর তখন থেকেই সুমন পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad