ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
নীলফামারীতে শিশু নির্যাতন প্রতিরোধে সংলাপ সংলাপ

নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় শিশুর প্রতি শারীরিক নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে নীতি নির্ধারকদের নিয়ে সংলাপ করেছে যমুনেশ্বরী শিশু সংগঠন।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন প্রামানিক।

সংলাপে অংশ নেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তি পদ রায়, ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, সাংবাদিক নুর আলম, কুলসুম আক্তার, তরুণীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আলী, পলাশ ক্রীড়া চক্রের সভাপতি বীরেন্দ্র নাথ শর্মা, নটখানা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ভুপেন্দ্র নাথ রায় প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুস বলেন, শিশুর প্রতি শারীরিক নির্যাতন প্রতিরোধে সামাজিক জাগরণ সৃষ্টির অংশ হিসেবে আমরা সবাই নিয়ে সংলাপ করছি।  

শিশু সংগঠন ছাড়াও গ্রাম উন্নয়ন কমিটিকে সহযোগীতা করছে ওয়ার্ল্ড ভিশন।

সংলাপে ইউনিয়ন বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম নিয়ে তথ্য উপস্থাপন করেন যমুনেশ্বরী শিশু সংগঠনের সভাপতি শিল্পি রানী রায়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।