ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যেকোনো দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
যেকোনো দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত  জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

লালমনিরহাট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার বন্যাসহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মানুষের কোনো সমস্যা হবে না।

সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, বিগত বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে আগামী বন্যা মোকাবেলায় সরকারি সব দফতর সম্মিলিতভাবে কাজ করছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধসহ ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চলছে। আশা করা হচ্ছে আসন্ন বন্যার আগেই বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব শাহ্ কামালের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উত্তম কুমার দাস, জেলা প্রশাসক শফিউল আরিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।