ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৮
রায়গঞ্জে বাস খাদে পড়ে নিহত ২ আহতদের উদ্ধার করা হচ্ছে। ছবি বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস খাদে পড়ে দু'জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী। 

শুক্রবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভুইয়াগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-ঠাকুরগাঁও জেলার সৈয়দপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৩৫) ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কার সিদ্দিক (৩৪)।

আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী মীরপুর পরিবহনের একটি বাস ভুইয়াগাঁতী বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ২২ যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।  

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নামিরা আসমা।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।