ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাইমুড়িতে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৮
সোনাইমুড়িতে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নে বজ্রপাতে পারভেজ আলম সাগর (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে ইউনিয়নের হিরাপুর গ্রামের এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পারভেজ হিরাপুর গ্রামের ছমির উদ্দিন হাজি বাড়ির ইউছুফ ছেলে।

সে বেগমগঞ্জ উপজেলা রামনাথপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা নবম শ্রেণির ছাত্র।

রামনাথপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মতিন জানান, বিকেলে মাঠে গরুর জন্য গো-খাদ্য সংগ্রহ করতে গেলে হঠাৎ বজ্রপাতে শিকার হয় পারভেজ। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি কিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পর তার পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে স্থানীয় সূত্রে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, জুন ২২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।