ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে বাস উল্টে আহত ৩০

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুন ২০, ২০১৮
বদরগঞ্জে বাস উল্টে আহত ৩০ ঘটনাস্থল। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বৌভাত অনুষ্ঠানের একটি বাস উল্টে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (২০ জুন) বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট হাসিনানগরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বদরগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, বিকেলে উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন থেকে বাসটি ছেড়ে আসে। এসময় হাসিনানগরে একটি মোটরসাইকেলকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এতে খাদে পড়ে উল্টে গিয়ে ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদুর রহমান
চৌধুরী বাংলানিউজকে বলেন, আহতদের চিকিৎসা চলছে। তবে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।