ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ২০, ২০১৮
মাদক নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান কেসিসির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। ছবি: পিআইডি

ঢাকা: দেশ থেকে মাদক নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি। অঙ্গীকার করেছি, এই মাদক থেকে দেশকে উদ্ধার করবো আমরা।’

রোববার (২০ মে) গণভবনে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শুভেচ্ছা জানাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।  

সম্প্রতি অনুষ্ঠিত খুলনা সিটির নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে তিনি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন গণভবনে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, ‘আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে, মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে। ... মাদকের জন্য একেকটা পরিবার যে কষ্ট পায়, যেভাবে একেকটা পরিবার ধ্বংস হয়ে যায়...। কাজেই এবার মাদকের বিরুদ্ধে অভিযান। ’

সরকারপ্রধান বলেন, ‘আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবকে বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সে ব্যবস্থা নিচ্ছি। ’

ছেলে-মেয়েরা যেন বিপথে না যায় সেদিকে অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলে-মেয়ে লেখাপড়া শিখবে, সুন্দর জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। ’

খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠ হয়েছে এবং উন্নয়ন উপলব্ধি করতে পেরে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে।  

তিনি বলেন, একটা সময় খুলনার মানুষ ভোট দিতই না। এবার ঠিকই আমরা জিতলাম। এই ভোটটা এসেছে, আমরা যে অভূতপূর্ব উন্নয়ন করেছি, তাতে মানুষের উপলব্ধি হয়েছে যে, আওয়ামী লীগকে আসলে ভোট দিতে হয়।

এত সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে খুব কমই হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মে ২০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad