ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খাদ্যের মান নিশ্চিতে কুড়িগ্রামে যৌথ বাজার মনিটরিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ২০, ২০১৮
খাদ্যের মান নিশ্চিতে কুড়িগ্রামে যৌথ বাজার মনিটরিং কুড়িগ্রামে যৌথ বাজার মনিটরিং, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও খাদ্যের মান নিয়ন্ত্রণে রাখতে যৌথভাবে বাজার মনিটরিং করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

রোববার (২০ মে) বিকেলে কুড়িগ্রাম আদর্শ পৌরবাজারে মাছ, মাংস ও ফলমুলসহ বিভিন্ন দোকানের মূল্য যাচাই ও মান নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

এসময় আরও উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন বাংলানিউজকে জানান, পবিত্র রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্যের মান নিশ্চিত করতে পুরো রমজান মাসজুড়ে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়াও বাজার মনিটরিং কমিটি, নিরাপদ খাদ্য কমিটি দ্রব্যমূল্য ও খাদ্যের মান নিয়ন্ত্রণে কাজ করছে। যাতে করে রমজান মাসে মানুষকে প্রতারিত হতে না হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ২০, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।