ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক আদিত্যকে হেনস্তার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মে ২০, ২০১৮
সাংবাদিক আদিত্যকে হেনস্তার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার আদিত্য আরাফাতকে পুলিশি হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে ফেনী প্রেসক্লাব।

রোববার (২০ মে) দুপুর ১২টার দিকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁঞার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক হকার্স পত্রিকার সম্পাদক নুরুল করিম মজুমদার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সময় টিভির ফেনী ব্যুরো চিফ বখতেয়ার ইসলাম মুন্না, চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনজু, বাংলাদেশের খবর ফেনী প্রতিনিধি সৌরভ পাটোয়ারী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সহ-সভাপতি আতিয়ার সজল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সভাপতি মোস্তফা কামাল বুলবুল, মফস্বল সাংবাদিক ফোরাম ফেনীর সহ-সভাপতি জাহাঙ্গীর কবির লিটন, সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দায়ী পুলিশ কর্মকর্তাকে যদি অতিসত্বর শাস্তির আওতায় আনা না হয়, তাহলে ফেনী থেকে আরও কঠোর আন্দোলন দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২০, ২০১৮
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।