ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীমান্তরেখা লঙ্ঘনের ‘উদ্ভট’ অভিযোগ মিয়ানমারের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মে ১৯, ২০১৮
সীমান্তরেখা লঙ্ঘনের ‘উদ্ভট’ অভিযোগ মিয়ানমারের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: নাফ নদী সংলগ্ন ভূমি সীমান্ত রেখা বাংলাদেশ লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে মিয়ানমার। ১৯৯৮ সালে দুই দেশের চুক্তি অনুযায়ী সীমান্ত রেখা মেনে চলার জন্যও আহ্বান জানিয়েছে দেশটি।

গত বৃহস্পতিবার (১৭ মে) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে হয় মিয়ানমার এ আহ্বান জানায়।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েই মূল আলোচনা হওয়ার কথা ছিলো।

অন্য কোনো বিষয়ে আলোচনার কথা ছিলো না। তবে সেই বৈঠকের মাঝখানে অনেকটা অপ্রত্যাশিতভাবেই মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে সীমান্ত রেখা লঙ্ঘনের অভিযোগ করে।

বৈঠক সূত্র জানায়, মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার মধ্যেই অযাচিতভাবেই মিয়ানমারের প্রতিনিধি দল সীমান্ত রেখা লঙ্ঘনের অভিযোগ করে। মিয়ানমারের প্রতিনিধি দলের অভিযোগ, সীমান্ত রেখায় বেশ কিছু অবকাঠামো বাংলাদেশ নির্মাণ করেছে। এটা ১৯৯৮ সালের বাংলাদেশ-মিয়ামারের মধ্যে নাফ নদী সংলগ্ন ভূমি সীমানা রেখা চুক্তির ১৪ ধারার লঙ্ঘন। সীমানা রেখা থেকে অবকাঠামো সরিয়ে নেয়ার জন্যও বাংলাদেশকে অনুরোধ করে দেশটি।

গত বৃহস্পতিবার (১৭ মে) দুই দেশের মধ্যে অনুষ্ঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিন্ট থো। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, মে ১৯, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad