ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মির্জাপুরে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৮
মির্জাপুরে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিয়াম (১১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ডুকলাহাটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম উপজেলার মহেড়া ইউনিয়নের ডুকলাটি গ্রামে তমছের আলীর ছেলে।


 
মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বাংলানিউজকে জানান, বিকেলে ডুকলাহাটি লেভেল ক্রসিংয়ে একটি লেগুনা বিকল হয়ে যায়। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন লেগুনাটি ধাক্কা দেয়। এতে লেগুনার ভেতরে থাকা শিশু সিয়াম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় লেগুনার চালক রাজু মিয়াসহ (৪০) অপর দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চালক রাজুর অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।