ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় এতিম শিশুদের নিয়ে ‘স্বপ্ন যাত্রার’ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মে ১৮, ২০১৮
মাগুরায় এতিম শিশুদের নিয়ে ‘স্বপ্ন যাত্রার’ উদ্বোধন এতিম শিশুদের নিয়ে ‘স্বপ্ন যাত্রার’ উদ্বোধন

মাগুরা: মাগুরা সরকারি শিশু পরিবারের সাবেক নিবাসীরে নিয়ে  ‘স্বপ্নযাত্রা’র উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আতিকুর রহমান।

শুক্রবার (১৯ মে) সকালে সরকারি শিশু পরিবারে এ স্বপ্নযাত্রার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সাবেক নিবাসীদের জন্য ফিতা কেটে বাহারি রংঙের কাপড়ের শো রুম উদ্বোধন করা হয়।

সভায় বক্তারা বলেন, এতিম শিশুদের জন্য পুর্নবাসন, তাদের আত্মকর্মসংস্থান করে দিয়ে এতিম শিশুরা নিজের পায়ে দাঁড়াতে পারবে।  

অতিরিক্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার’র সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, মহিলা সংস্থার মাগুরা জেলা শাখার চেয়ারম্যান পারভীন আক্তার, সভানেত্রী মমতাজ বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।