ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ডিসি’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
মাদারীপুরে ডিসি’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

মাদারীপুর: মাদারীপুর জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র। 

জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর (01726604222)  ক্লোন করে তার অফিসেরই কয়েকজন কর্মচারীর কাছে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক সবাইকে কোনো লেনদেন করা থেকে বিরত থাকতে বলেছেন।

 

জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, একটি প্রতারক চক্র মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।