ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে কাউন্টার টেররিজম বিষয়ে প্রশিক্ষণের সমাপনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
খাগড়াছড়িতে কাউন্টার টেররিজম বিষয়ে প্রশিক্ষণের সমাপনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: সন্ত্রাস-জঙ্গীবাদ মোকাবেলায় খাগড়াছড়িতে পুলিশের কাউন্টার টেররিজম বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স (এমটিসি-২) শেষ হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের সমাপনীতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের প্রধান পুলিশের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি আরঙ্গজেব মাহবুব-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খাঁন, এসটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার হ্লা চিং প্রু, প্রশিক্ষক সহকারী পুলিশ সুপার (এএসপি) আফতাব উদ্দিন, প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) সাকিল হোসেন সিদ্দিকী, উপ পরিদর্শক (এসআই) মো. উল্লাহ বক্তব্য রাখেন।


 
মাসব্যাপী আয়োজিত এ বিশেষ প্রশিক্ষণে পুলিশের কনস্টেবল থেকে এএসপি পদ মর্যাদার ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।